বিক্ষোভে উত্তাল পাকিস্তান: নিহত ৬
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৭:৪৯:৫২ অপরাহ্ন
দেখামাত্র গুলির নির্দেশ : সেনা মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভে পাকিস্তানে উত্তাল অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে এই আশঙ্কায় দেশটির সরকার এই নির্দেশ দিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তিসহ চার দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন দলটি। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।
তবে সব বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ডি-চক পরিদর্শন ও নিহত পুলিশ সদস্য মুবাশার বিলালের জানাজা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, সরকার পিটিআইকে রাজধানীর স্পর্শকাতর স্থানে প্রবেশের পরিবর্তে সাংজানিতে তাদের অবস্থান কর্মসূচির বিকল্প প্রস্তাব দিয়েছে।
এদিকে পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, “আমরা পিছু হটব না এবং ইসলামাবাদ পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে।”
অর্থাৎ সরকার এবং পিটিআই উভয়ই তাদের অবস্থান ধরে রেখেছে। এর ফলে দেশটিতে পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।