ব্যারিস্টার নাজিরের সিলভার জুবিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৮:৫৪:১৭ অপরাহ্ন
‘ইন্সপায়ার এ মিলিয়ন’ চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা
আব্দুল মুনিম জাহেদি ক্যারল, লন্ডন : সোমবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাবে বৃটিশ সুপ্রীম কোর্টের প্রতিথযশা আইনজীবী, লন্ডনের নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যারিস্টার নাজির আইন পেশায় ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সিলভার জুবিলী’ উদ্যাপন এবং এ উপলক্ষে ‘ইন্সপায়ার এ মিলিয়ন’ নামে নতুন এক চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, চলতি বছর আমার জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। পঁচিশ বছর আগে ১৯৯৯ সালের জুলাই মাসে বার-এট-ল’ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের শীর্ষে অবস্থান করে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্ থেকে ব্যারিস্টার হই। ব্যারিস্টার হবার পর বিগত পঁচিশ বছর ধরে এই সমাজে আইনি সেবা দিয়ে যাচ্ছি। আইন পেশায় সবসময় নিজের বিবেক, সততা, অধ্যবসায়, কমিটমেন্ট ও ডিটারমিনেশন ছিল আমার চলার পথের পাথেয়। আমার দীর্ঘ আইনি পেশায় আমার সততা ও যোগ্যতার ব্যাপারে একটি অভিযোগ তথা কমপ্লেইন কখনও আসেনি বা পাইনি।
তিনি বলেন, আইনি বিষয় ছাড়াও গণমাধ্যমে অত্যন্ত সক্রিয় রয়েছি-কথা বলি, বিশ্লেষণ করি নিরপেক্ষভাবে ও বিবেক থেকে। কমিউনিটির বিভিন্ন ইস্যুতে যথাসাধ্য সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। এ পর্যন্ত কমিউনিটি ও সমাজের ৬০টির উপরে সংগঠন ও চ্যারিটির নির্বাচন পরিচালনা করেছি নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। এগুলো করেছি কমিউনিটি ও সমাজের প্রতি আমার দায়বদ্ধতা থেকে যে কমিউনিটি ও সমাজ থেকে আমি উঠে এসেছি।
আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরীর উপস্থাপনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, মুসলিম কাউন্সিল অব বৃটেনের (এমসিবি) সাবেক সেক্রেটারী জেনারেল ড. মুহাম্মদ আব্দুল বারী এমবিই ডিএল, শিক্ষাবিদ ও বৃটিশ বাংলাদেশ চ্যাম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক তাইসির মাহমুদ।