সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৬:০৪:১০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালতে সরকারপক্ষের আইনজীবীগণ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল ৯ টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। বেলা ১০টা ৫০ মিনিটে আদালতে তার শুনানী কার্যক্রম শুরু হয়। শুনানীতে দুইপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।