সুনামগঞ্জে হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৬:১৪:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষা শীর্ষক প্রকল্প এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. জামিল চৌধুরী। এছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা গৌতম চন্দ্র মৃধাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণীপেশার লোকজন কর্মশালায় উপস্থিত ছিলেন।