জিএসসি নারী ক্ষমতায়ন প্রকল্প ট্রেনিং সেন্টার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৭:০৯:৫৭ অপরাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সার্বিক তত্ত্বাবধানে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার উমদার পাড়া গ্রামে নারী ক্ষমতায়ন প্রজেক্টের ট্রেনিং হলে জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সভাপতি প্রফেসর কবির আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খছরু খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন কাউন্সিলর সালেহ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক জি এম ফারুক, ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন, জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের প্রাক্তন চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান ছাদিক।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা রুজিনা রুজি। বিজ্ঞপ্তি