কুলাউড়ায় কিশোরীদের বুস্টার ডোজ টিকা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৭:১১:৩২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অর্ধশত কিশোরীদের জরায়ু মুখের ক্যান্সারের বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে এ টিকা প্রদান করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপক মি:পিউস প.স্না’র সভাপতিত্বে ও সমাজকর্মী ঊর্মিমালা রিছিলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা প্রদানের কর্মসূচি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এরিয়া ম্যানেজার সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র মেডিকেল প্রোমোশন অফিসার নুরুল আমিন, বাংলাদেশ ফার্মেসির সত্ত্বাধিকারী শ্যাম কিশোর সিনহা, প্রকল্পের পরিচালনা কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সিএসপি ইমপ্লিম্যান্টর আলমিনা খংটাংবুট, ইউরেকা লাংছিয়াং, সমাজকর্মী মিখায়েল নংরুম, বিলিভ সুছিয়াং শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, রাহেল মুন্ডা, মুক্তি চিসিম ও অভিষেক লংড:কিরি প্রমুখ। বিজ্ঞপ্তি