জুড়ীতে মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৮:২০:০৭ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইবতেদায়ী মাদরাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মাদরাসার হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ সিরাজের সভাপতিত্বে মরহুম ডাঃ আব্দুল মতিন কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ও প্রবাসী ডাঃ মাহবুব সাদিক মুন্নার অর্থায়নে মাদরাসার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৪৩ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, নয়াবাজার ষোলপনি ঈদগাহ খতিব মাওলানা সায়েম উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জাহেদুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক মনসুরুর রশিদ পলাশ, গোয়ালবাড়ী হাফিজিয়া মাদরাসার প্রধান হাফিজ শামীম আহমদ, গোয়ালবাড়ী ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আব্দুস সুবহান প্রমুখ।