ইসকন নিষিদ্ধের দাবিতের ছাত্র জমিয়তের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৮:৩৬:৫৭ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় গোলাপগঞ্জে ইসকনকে অবাঞ্ছিত ঘোষণা ও অতিদ্রুত নিষিদ্ধ করার দাবি করা হয়। বুধবার বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী থেকে শুরু হওয়া এই মিছিল কদমতলী পয়েন্ট প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, চৌমুহনী মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন প্রমুখ।
বক্তারা ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা, শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। বিজ্ঞপ্তি