এডভোকেট আলিফ হত্যার প্রতিবাদে ল’ইয়ার্স কাউন্সিলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৮:৫০:৩৩ অপরাহ্ন
ইসকন সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রাম আদালত চত্ত্বরে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। বুধবার দুপুরে আদালত চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে ও কাউন্সিল নেতা এডভোকেট মাসহুদ আহমদ মহসিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, জেলা বারের আইনজীবী এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট মোঃ রবিউল ইসলাম, এডভোকেট সেলিম মোঃ আলী আসগর, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট রহমত আলী, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট আব্দুল গফ্ফার, এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী রেদওয়ান, এডভোকেট মুমিনুজ্জামান ও এডভোকেট আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদদপুষ্ট হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে একজন আইনজীবীকে জবাই করে হত্যার নৃশংসতায় আমরা বাকরুদ্ধ। এই বর্বরতার মাধ্যমে তারা প্রমাণ করেছে ইসকন একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। অবিলম্বে চট্টগ্রাম জেলা বারের মেধাবী আইনজীবী শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বিজ্ঞপ্তি