দক্ষিণ সুরমায় গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৯:২৯:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। বুধবার কদমতলী এলাকায় টিপু বক্সের কলোনীর সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটককৃতের নাম ময়না মিয়া তালুকদার (৩৩)। সে গোলাপগঞ্জ উপজেলার ঘিরদল গ্রামের আ. মজিদ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৬২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃত ময়নাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।