ভারতীয় কম্বলসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৯:৩১:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহপরান থানাধিন এলাকা থেকে ১০৫ পিস ভারতীয় কম্পলসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শাহপরান গেইট সংলগ্ন এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে একটি পিকাপ থামিয়ে তল্লাশী করলে এসব কম্বল উদ্ধার করা হয়। এসময় পিকাপ চালককে আটক করা হয়। চালকের নাম ছাব্বির আহমদ (২৪)। সে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ওমনপুর গ্রামের আতিকুর রহমানের পুত্রক।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার শাহপরান মাজার গেইট এলাকায় চেকপোষ্ট চলাকালে সিলেট শহরের দিকে আসা একটি ডিআই পিকআপ দেখে থামার জন্য সিগন্যাল দিলে পিকআপটি থামে। পিকআপ থামামাত্রই ১জন লোক গাড়ী থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। তখন ডিআই ড্রাইভারকে পিকআপে কি আছে জানতে চাইলে সে কম্বল আছে বলে জানালেও তার আচরণ-কথাবার্তায় সন্দেহ হলে পিকাপটি তল্লাশী চালিয়ে ১০৫ পিস কম্বল উদ্ধার হয়। যার বাজার মুল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। শাহপরান থানায় মামলা দায়েরপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।