ভয়েস অব আমেরিকার জরিপ : দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ১০:০১:৪৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আপনি কি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন? এমন প্রশ্নই সবচেয়ে বেশি শুনতে হয়েছে গেল ৫ আগস্টের পর থেকে।গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে নাকি কমেছে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের পরিচালিত এক জরিপে উঠে এসেছে এর উত্তর। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠে মত প্রকাশের স্বাধীনতার চিত্র।
জরিপে অংশ নেয়া ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন বর্তমান সরকারের সময়ে মত প্রকাশের স্বাধীনতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে। ৬১ দশমিক ২ শতাংশ মানুষ মনে করেন এই সরকারের সময়ে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের ৮ টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১ হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয়।
জরিপে অংশ নেয়া ২৫ দশমিক ২ শতাংশ মানুষ জানান, অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতন একই রকম স্বাধীনতা ভোগ করছেন। পুরুষদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ ও নারী ৫৬ দশমিক ৫ শতাংশ জানান বর্তমানে তারা আওয়ামী সরকারের আমলের চেয়ে মত প্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মনে করছেন। এদিকে, ৬১ দশমিক ২ শতাংশ মানুষ সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে বলে মনে করলেও ১৮ দশমিক ৫ শতাংশ মানুষ মনে করেন বর্তমান সরকার ও আওয়ামী সরকারের সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা অপরিবর্তিত আছে।
পুরুষদের মধ্যে ৬৮ দশমিক ২ শতাংশ মনে করেন সংবাদমাধ্যমের স্বাধীনতা আগের তুলনায় বেড়েছে, নারী অংশগ্রহণকারীদের মধ্যে এমনটা মনে করেন ৫৪ দশমিক ২ শতাংশ। ২০২৪-এ প্রকাশিত সবশেষ মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, যা ২০০২ সাল থেকে মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।