বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৫:২৬:৪৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা ও আহতদের সুস্থতা কামনায় বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক প্রতিনিধি বিধান চন্দ্র দাশের সঞ্চালনায় কলেজ হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুস ছবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র রায়হান আহমদ, কলেজের সাবেক ছাত্র আরিফুল ইসলাম, বর্তমান শিক্ষার্থী কিবরিয়া আল মাহমুদ, ফাহিম আহমদ, শাকিল শাহরিয়ার, কলিম উদ্দিন, মোয়াজ্জেমা লাবিবা বিনতে হামিদ, পুষ্পিতা সিদ্দিকা, সাদিয়া নাঈমা হোসেন প্রমুখ।