বড়লেখায় আ.লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৫:১৪:০৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালিক ওরফে জুনু ও বর্নি ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক ঝুনু ২৩ আগস্ট পৌর যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারের থানায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি এবং অপর গ্রেফতার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সি.আর-২৯/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।