কোরিয়া দূতাবাসের ট্রেড রিপ্রেজেনটেটিভের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৫:৩৫:২৯ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়া দূতাবাসের ট্রেড রিপ্রেজেনটেটিভ ও কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কটরা)’র ডাইরেক্টর জেনারেল মিঃ স্যামসু কিম বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস। সভায় কটরা’র ডাইরেক্টর জেনারেল মিঃ স্যামসু কিম বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, কার্বন নির্গমন হ্রাসকরণ, টেকনিক্যাল সাপোর্ট প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ সরকারের সাথে ব্যবসা-বাণিজ্য ও কার্বন নির্গমন হ্রাসকরণ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। আমরা পরিবেশ রক্ষা করে শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী। তিনি বলেন, দক্ষিণ কোরিয়াও এক সময় অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল ছিল। কিন্তু শিক্ষার প্রসার, দুর্নীতি হ্রাসকরণ ও উদ্ভাবনী চিন্তাধারার কারণে দক্ষিণ কোরিয়া আজ উন্নত দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, সিলেট অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ ও কাঁচামাল রয়েছে। তাই সিলেটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সম্ভাবনাময় শিল্পখাতসমূহে বিনিয়োগে এগিয়ে আসা উচিত।
সভাপতির বক্তব্য সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কটরা)’র ডাইরেক্টর জেনারেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত কয়েক দশকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ কোরিয়া এখন একটি সমৃদ্ধ অথর্নীতির দেশে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রযুক্তিগত সহযোগিতার জন্য তিনি কোরিয়া সরকারকে অনুরোধ জানান। তিনি দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের সিলেটের সম্ভাবনাময় কৃষি, শিল্প, নবায়নযোগ্য জ্বালানী ও পর্যটন খাতে বিনিয়োগের আহবান জানান।
সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সম্ভাবনাময় শিল্পখাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সাল। সভায় আরো বক্তব্য রাখেন কটরা’র চীফ স্পেশালিস্ট ফারুক আহমেদ, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আব্দুস সামাদ, পরিচালক আমিনুর রহমান (লিপন), কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি