সুনামগঞ্জে কুস্তি প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৭:০৬:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আন্ত: উপজেলা কুস্তি প্রতিযোগিতা সসম্পন্ন হয়েছে। জেলার পাঁচটি উপজেলা কুস্তি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা কুস্তি এসোসিয়েশনের সহযোগিতায় এই আন্ত: উপজেলা কুস্তি প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।উপ সচিব ও জেলা কুস্তি এসোসিয়েশনের সভাপতি ড. মো. শাহনূর আলমের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লা আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার নূরুল ইসলাম সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নাদীর আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আল আমিন ও জেলা কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক।