কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারীকে ব্যবসায়ীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৭:৩৮:৫৬ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারী মোঃ সাইফুর রহমান বিভিন্ন দেশ ভ্রমণে গমন উপলক্ষে মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এক সংবর্ধনা বুধবার রাতে মার্কেটে অনুষ্ঠিত হয়।কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ী রেজাউল করিম জালালি’র সভাপতিত্বে ও ব্যবসায়ী এইচ.এম আব্দুর রহমান এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী যথাক্রমে আব্দুল আজিজ, আব্দুস শহীদ, আব্দুল ওয়াদুদ, ছালাউদ্দিন, ফয়ছল আহমদ, আব্দুর রউফ, আলাউদ্দিন শিকদার, আব্দুল গফফার, জুনেদ আহমদ, সালমান বিন মালেক, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারী মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে মার্কেটের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের বিষয়ে আলোচনা শেষে কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি সাইফুর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণে মার্কেটের সেক্রেটারী মোঃ সাইফুর রহমান অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রয়োজনের তাগিদে তিনি বিভিন্ন দেশ ভ্রমণে যাচ্ছেন। সেখানে থেকেও মার্কেটের উন্নয়নে তিনি সুদৃষ্টি রাখবেন। বক্তারা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি গ্রাহকদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে মার্কেটের সুনাম বৃদ্ধি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি