কুলাউড়ায় অর্থনৈতিক শুমারি কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৮:৪২:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শুমারিকাল সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিটির সদস্যরা মতামত ব্যক্ত করেন।
ইউএনও বলেন, দেশের আর্থসামাজিক অবস্থা নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৮৬ সালে ১ম অর্থনৈতিক শুমারি চালু করে। এরপর থেকে পর্যায়ক্রমে ২০০১ ও ২০০৩ সালে এবং তৃতীয় পর্যায়ে ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে। তিনি ৪র্থ অর্থনৈতিক শুমারিতে তথ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অংশ নেওয়ার আহবান জানান। কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহেমদ নিয়াজীর সঞ্চালনায় সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।