বাস টার্মিনাল থেকে ১২ জুয়াড়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৯:১৫:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ১২ জুয়াড়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত মধ্যরাতে বাস টার্মিনালের যমুনা মার্কেট সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খোকন মিয়া (২৭), জীবন মিয়া (২৫), হযরত আলী (৩৩), মো. ইব্রাহিম (৪২), মোমিনুল ইসলাম (৩৩), মিসবাহ উদ্দিন (৩৫), ইমন আহমদ (২০), রিপন আহমদ (২৮), মো. শামীম মিয়া (২৮), নিজাম মিয়া (৪৫), মো. রাজন মিয়া (৩৫) ও রাজু আহমদ (৩০)। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা পুলিশের অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।