ইসকন দিয়ে অরাজকতা তৈরী প্রতিবেশিসুলভ আচরণ নয় : ব্যারিস্টার ফুয়াদ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৯:২৩:৩৯ অপরাহ্ন
সিলেটে জনসভা করেছে ‘আমার বাংলাদেশ পার্টি’-এবি পার্টি। বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজারো মানুষকে হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা নেই। এখন নতুন করে অনেককে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি। আওয়ামী দুর্বৃত্তদের মতো এখন নতুন করে হাট-ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে এই দেশ চলতে পারেনা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি প্রতিবেশি দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে। ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়।
তিনি বলেন- গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে। অধিকার হরণ করে জনগণকে দাসে পরিণত করেছিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে ছাত্র-জনতা মাঠে নেমেছিল। স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
এবি পার্টির সিলেট মহানগর শাখার আহবায়ক মো. উমর ফারুকের সভাপতিত্বে, জেলা সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েস ও মহানগর সদস্য সচিব রেজাউল করিম শুয়েবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।