ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৬:১৯:৪৬ অপরাহ্ন
সিলেট নগরীর মজুমদারী মসজিদে শুক্রবার জুমআ’র নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময়কালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টকে চায় না মানুষ। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- ৩১ দফা হচ্ছে তার রূপরেখা।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সোহেল, দুর্যোগ ত্রাণ সহ সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, স্থানীয় সরকার সহ সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি