কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৬:২১:০৫ অপরাহ্ন
মানবসমাজের সাথে সাহিত্যের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষের হৃদয়-মনের অনুভূতির ভাষাগত রূপান্তরকরণকেই সাহিত্য বলে। সাহিত্য থেকে আমরা জানতে পারি আমাদের সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য। সাহিত্য আমাদের কৃষ্টি, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সেতুবন্ধন গড়ে তোলে। ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২১৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন সাংবাদিক সাঈদ চৌধুরী টিপু, কবি ইশরাক জাহান জেলী, কবি শামসীর হারুনুর রশীদ, কবি মাহফুজ জোহা, গল্পকার মিনহাজ ফয়সল ও ছয়ফুল আলম পারুল।
ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন, আতাউর রহমান বঙ্গী, কামাল আহমদ, যায়েদ আহমদ নাঈম, মাহফুজুর রহমান, জুবের আহমদ সার্জন, সোলেমান রাসেল, ইউসুফ আল আজাদ, মুক্তার আহমদ, শিব্বির আহমদ, চৌধুরী রাদী আওয়াদ, সাজ্জাদ আহমদ সাজু, মো. আশরাফুল আলম, মো. বাহাউদ্দিন বাহার, সাদিকুর রহমান প্রমুখ। গান পরিবেশন করেন নূর মোহাম্মদ চৌধুরী, ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী রুবেল, ও মো. সাজিদুর রহমান। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। সেরা লেখক মনোনীত হন যায়েদ আহমদ নাঈম। বিজ্ঞপ্তি