কুলাউড়ায় অসহায়দের ছাগল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৬:৫৭:১৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় হতদরিদ্র ২১ পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে এসব ছাগল বিতরণ করা হয়।
হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় তালুকদারের সভাপতিত্বে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনসুর আলম চৌধুরী সুলতান। প্রধান অতিথি তার বক্তব্যে অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক পিউস পঃস্না, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী বিলিভ সুছিয়াং, মিখায়েল নংরুম, শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, মুক্তি তপ্ন, অভিষেক লংডঃকিরি, সিএসপি ইমপ্লিম্যান্টর ইউরেকা লাংছিয়াং প্রমুখ।