কুশিয়ারায় ধরা পড়া ৪০ কেজির বাঘাইড় বড়লেখায় বিক্রি
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৭:০৫:৩৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়া ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ বড়লেখায় কেটে ৩৬ হাজার টাকা বিক্রি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার দাসেরবাজারে মাছ ব্যবসায়ী ছালমান আহমদ মাছটি নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমান। ছালমান আহমদ মাছটির মূল্য হাঁকেন ৬০ হাজার টাকা। তবে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ি বাঘা আইড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ।
জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে সকাল ১১টার দিকে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিক্রির জন্য তারা মাছটি বিয়ানীবাজার মৎস্য আড়তে নিয়ে যান। সেখান থেকে মাছটি নিলামে ৩০ হাজার টাকায় কিনেন বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী ছালমান আহমদ। পরে তিনি মাছটি দাসেরবাজারে নিয়ে আসেন। মাছটি আকারে বড় হওয়ায় কেউ একসঙ্গে কিনেনি। পরে মাইকিং করে কেটে বিক্রি করেন ব্যবসায়ি ছালমান আহমদ। সম্পুর্ণ মাছ বিক্রি করে তিনি ৩৬ হাজার টাকা পেয়েছেন।
মাছ বিক্রেতা ছালমান আহমদ জানান, কুশিয়ারা নদীতে প্রায়ই বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে। এছাড়াও হাকালুকি হাওর, সোনাই নদী ও সুরমা নদীতে জেলেদের জালে নানা আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে। বড়বড় বাঘ আইড় মাছ জেলেরা বিভিন্ন আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন। এই আকারের মাছ ৫০/৬০ হাজার টাকায় বিক্রি হয়। কিন্ত সিজন খারাপ থাকায় আশানুরূপ দাম না পাওয়ায় কেটে বিক্রি করে মাত্র ৩৬ হাজার টাকা পেয়েছেন।