বড়লেখা ও জুড়ী বিএনপির কর্মীসভা আয়োজনে দায়িত্ব পেলেন ৮ নেতা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৭:০৭:২০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা ও জুড়ী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে কর্মীসভা আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পেলেন জেলা বিএনপির ৮ আহ্বায়ক। ২৮ নভেম্বর রাতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র মো. ফয়জুল করীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৫ ডিসেম্বর রোববার জুড়ী উপজেলা বিএনপির কর্মীসভা আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিন বক্স, নাসির উদ্দিন মিঠু, আব্দুল হক ও সেলিম মোহাম্মদ সালাউদ্দিন।
অপরদিকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভার সমন্বয়কের দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মুকিত, আশিক মোশারফ, আব্দুল হাফিজ ও বকশী জুবায়ের আহমেদ।