গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কুলাউড়া কলেজে সভা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৭:৫৪:৫৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র ও গণ-আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ ক্যাম্পাসে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান।
কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, প্রভাষক সিপার আহমেদ ও প্রভাষক জমসেদ আলী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ছাত্রদলের সদস্য সচিব সাঈফুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, ছাত্রদল নেতা শামীম আহমেদ, বেলাল আহমেদ টিপু, সাইদুর রহমান মিশন ও রিয়াদ ইসলাম ইমন প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের পক্ষে বক্তব্য রাখেন মইনুল ইসলাম, আল আদনান চৌধুরী, শেখ রানা, আব্দুস সামাদ ও আবু জাহিদ ইমরান। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানে ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা হয়। সভাশেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাও. আব্দুল লতিফ।