তাহিরপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৭:৫৭:১৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ‘বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নারীর এগিয়ে চলা প্রকল্প’ নারীপক্ষ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উদ্যোগ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে।
শুক্রবার শুক্রবার সকাল ১১ টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লালঘাট হাজং পাড়া মিশনারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশ করে নারীপক্ষ। সভায় লালঘাট মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রামু হাজং এর সভাপতিত্বে ও অর্চনা রাকসাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নারীপক্ষ তাহিরপুর উপজেলার সভাপতি সুষমা জাম্বিল, নারীপক্ষের সদস্য প্রেমিকা হাজং ও অরবিন্দু হাজং প্রমুখ।