খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:১১:৪৮ অপরাহ্ন
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ইসলামই একমাত্র ভারসাম্যপূর্ণ জীবন ও রাষ্ট্রব্যবস্থা। সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা ও নিশ্চয়তা রয়েছে ইসলামে। ইসলাম চির শ্বাশ্বত মুক্তির পথ। সুতরাং খেলাফত মজলিস কর্মীদের নিরলস কাজ করতে হবে। ইনসাফ, শান্তি ও মানবতার মুক্তির জন্য ইসলামের দাওয়াত সর্বত্র পৌছাতে হবে। শুক্রবার খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এই তরবিয়তি মজলিসে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন যুগ্ম মহাসচিব ডাঃ এ এ তাওসিফ। মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন মহানগরী সহসভাপতি মাওলানা ইমদাদুল হক নুমানী। তরবিয়তি মজলিসের বিভিন্ন আলোচনায় অংশ নেন মহানগরী সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল মামুন, ডাঃ ফয়জুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, দাওয়াহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি