গোলাপগঞ্জে ইয়াবা চালান জব্দ : আটক ২
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:২৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ করেছে র্যাব। এসময় নারীসহ ২ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৯ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বুঝবন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. বুলবুল আহমেদ (৫০) ও একই গ্রামের মৃত রুবেল আহমদের মেয়ে শোভা আক্তার (২২)।শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ বুলবুল ও শোভাকে আটক করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৯।