কুলাউড়া শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:৩৪:০৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২ বছরের জন্য মোহাম্মদ আলাউদ্দিনকে সভাপতি ও দিদার হোসাইনকে সেক্রেটারি করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।শুক্রবার সকালে কুলাউড়া পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে শপথ করানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, উপদেষ্টা মো. জাকির হোসেন, ও সাইফুল ইসলাম খান এবং জেলার সেক্রেটারি আব্দুল মোমিত।