সৎ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে: জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:৪৫:৫৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ প্রদত্ত জীবন বিধানের পরিপূর্ণ চর্চাই কেবল আমাদেরকে প্রকৃত শান্তি এনে দিতে পারে। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে সৎ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সামাজিক সকল অনাচার দূরিভুত হতে বাধ্য। তিনি শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় জামায়াত নেতা জয়নাল আবেদীন আরও বলেন, সামাজিক অনাচার দূরীকরণে সকলের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও রয়েছে ভুমিকা। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনয়নে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভুমিকায় অবতীর্ণ হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াত সভাপতি জাকির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পেশাজীবি পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আল আমীন খান, জামায়াত নেতা প্রিন্সিপাল আবিদ শিকদার, সিদ্দিকুর রহমান হেলালী ও জুয়েল আমিন প্রমুখ।