সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৯:০৯:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারি কলেজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সরকারি কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মো. রেদওয়ান হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তাহের মিসবাহের সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ।
‘ঝএঈ ঈৎরপশবঃ খবধমঁব-২৪’- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরের সমাজসেবা ও স্কুল কার্যক্রম সম্পাদক জাহিনুর ইসলাম, এমসি কলেজ সভাপতি এনামুল ইসলাম ও শাহপরান পূর্ব সভাপতি আশরাফ আহমেদ চৌধুরী। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি