লোকাল গাইডস বাংলা’র গেট টুগেদার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৭:০১:০৩ অপরাহ্ন
গুগল লোকাল গাইডস বাংলা কমিউনিটির গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মিরপুরের ট্যুর ডি সাইক্লিস্ট -এ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৪ জন লোকাল গাইড অংশগ্রহণ করেন।
গুগল লোকাল গাইডস প্রোগ্রাম হলো একটি স্বেচ্ছাসেবকভিত্তিক উদ্যোগ, যেখানে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপের মানোন্নয়ন ও হালনাগাদে অবদান রাখেন। এই কমিউনিটির সদস্যরা নিয়মিত প্লেস সংযোজন, ম্যাপ সম্পাদনা এবং ফিডব্যাকের মাধ্যমে বিশ্বব্যাপী ম্যাপিং উন্নত করছেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন কানেক্ট মডারেটর সাফিউল বাসার। অতিথি হিসেবে যুক্ত হন সুমাইয়া জাফরিন চৌধুরী এবং পাভেল সারওয়ার।
গেট টুগেদারে গুগল লোকাল গাইডস প্রোগ্রামের কার্যক্রম, গুগল ম্যাপে প্লেস সংযুক্তি ও এডিটিং এবং লোকাল গাইডস কানেক্ট ফোরামের নতুন আপডেট নিয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি, অংশগ্রহণকারীদের স্প্যামমুক্ত এবং মানসম্পন্ন কন্ট্রিবিউশন প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।
সুমাইয়া জাফরিন চৌধুরী সুমাইয়া জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত কানেক্ট মডারেটর কন্ট্রিবিউটর কনভারসেশনের অভিজ্ঞতা শেয়ার করেন। বিশ্বের ১৯টি দেশ থেকে ৪৩ জন কানেক্ট মডারেটর ও গুগল কর্মকর্তারা এ ইভেন্টে যোগ দিয়েছেন। এই ইভেন্টের সম্পূর্ণ খরচ গুগল বহন করছে। পাভেল সারওয়ার তার বক্তব্যে সামাজিক কাজের গুরুত্ব এবং কিভাবে এটি ব্যক্তিগত ক্যারিয়ার ও জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তা নিয়ে আলোচনা করেন।
দৈনন্দিন জীবনে গুগল ম্যাপের প্রয়োজনীয়তা এবং মানসম্মত লোকাল গাইডিংয়ের মাধ্যমে একটি সঠিক ও কার্যকর ম্যাপ তৈরির গুরুত্ব তুলে ধরেন ইভেন্টের আয়োজক ও লোকাল গাইডস বাংলা প্রতিষ্ঠাতা এডমিন মো. শফিউল বাশার।
এছাড়া, ইভেন্টে উপস্থিত ছিলেন লোকাল গাইডস বাংলা টিমের এডমিন শাহেদ সুলতান, মডারেটর খোকন, ইফাজ, ফারহানসহ কোর টিমের অন্যান্য সদস্যরা। মধ্যাহ্নভোজের মাধ্যমে এই আয়োজন শেষ হয়। এটি শুধু একটি গেট টুগেদার নয়, বরং লোকাল গাইডদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সফল মঞ্চে পরিণত হয়। বিজ্ঞপ্তি