বড়লেখায় প্রবাসী পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৮:২০:৩৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামে ভূমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে ওমান প্রবাসী রুবেল আহমদসহ তার পরিবারকে মামলা-মোকদ্দামাসহ নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
প্রবাসীর বাবা গিয়াস উদ্দিন অভিযোগ করেন, চলাচলের একমাত্র (এজমালি) রাস্তা সংস্কার করতে চাওয়ায় তার ভাইয়েরা প্রতিবন্ধকতা তৈরির মিথ্যা অভিযোগ তুলে নানাভাবে হুমকি-ধমকি ও ঘর নির্মাণে বাধা প্রদান করছে। এমনকি তিনিসহ তার প্রবাসী ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তার পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভোগছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাচ্ছেন।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ওমান প্রবাসী রুবেল আহমেদের বাবা গিয়াস উদ্দিনের সঙ্গে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন ভাই নাজিম উদ্দিন গংদের বিরোধ চলছে। সম্প্রতি রুবেল চলাচলের একমাত্র রাস্তার (এজমালি) পাশের জায়গায় নতুন পাকাঘর নির্মাণের কাজ শুরু করেন। পাশাপাশি চলাচলের রাস্তায় মাটি ফেলে মেরামত করতে চাইলে ১৮ নভেম্বর চাচা নাজিম উদ্দিন গংদের সাথে রুবেলের বাবা ও ভাইদের ঝগড়া হয়। এই ঘটনায় রুবেলের চাচা নাজিম উদ্দিন ২০ নভেম্বর জোরপূর্বক জায়গা দখলের অভিযাগ এনে রুবেল ও তার বাবা-ভাইদের বিরুদ্ধে দুটি মামলা করেন। এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং-৩১/২০২৪) একটি পিটিশন মামলা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আদালত বিরোধীয় ভূমির উপর ১৪৪ ধারা জারির আদেশ দেন। একই বিষয়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত অপর মামলাটি আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করছে।
সরেজমিনে দেখা গেছে, যে চলাচলের কাঁচা রাস্তা (এজমালি) নিয়ে বিরোধ চলছে, তাতে কোন ধরণের প্রতিবন্ধকতা নেই। রাস্তার বাঁ পাশে রুবেল ও তার চাচা মজির উদ্দিনের দ্বিতল পাকা ভবন রয়েছে। চাচা দ্বিতল ভবনের দক্ষিণ পাশে রুবেলের নির্মাণাধীন ভবনের পিলার ঘেঁষে দেয়াল তৈরি করে রেখেছেন। দেয়ালের অপর পাশে ক্রয়কৃত ভূমিতে প্রবাসী রুবেল নতুন ঘর তৈরির কাজ করছেন। তবে আদালতের নিষেধজ্ঞা জারির পর রুবেল ঘর নির্মাণ কাজ বন্ধ রেখেছেন।
তবে, হয়রানির অভিযোগ অস্বীকার করে প্রবাসী রুবেলের চাচা নাজিম উদ্দিন বলেন, আমার ভাই গিয়াস উদ্দিন ও তার ছেলেরা আমাদের জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে। চলাচলের রাস্তায় মাটি ভরাট করে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করায় আইনের দারস্থ হয়েছি।
থানার এএসআই হালিম শিকদার জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ২১ নভেম্বর বিরোধীয় ভূমির উপর ১৪৪ ধারা জারি করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ভূমিতে কোনধরনের কাজ না করতে বিবাদীদের নোটিশ দিয়েছেন।
এসআই নিউটন দত্ত বলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তিনি সরেজমিন বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন করেছেন। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তিনি আরো জানান, এই ভূমি নিয়ে ইউএনও আদালতে আরেকটি মামলা রয়েছে।