ঘূর্ণিঝড়ের পর বাড়বে শীত, ডিসেম্বরের শুরুতেই শৈত্যপ্রবাহ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৯:৫৩:৫৩ অপরাহ্ন
স্টাপ রিপোর্টার : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এর পর সারা দেশের তাপমাত্রা কমে যেতে পারে। অর্থাৎ বাড়তে পারে শীতের অনুভূতি। পাশাপাশি ডিসেম্বরের শুরুতেই কয়েক বিভাগে বইতে পারে শৈত্যপ্রবাহ। শনিবার আবহাওয়াবিদ ওমর ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত। সেইসঙ্গে রয়েছে বাতাসও। এতে শীতটা যেন একটু বেশি অনুভুত হচ্ছে নগরবাসীর।
তিনি বলেন, ঘুর্ণিঝড় ফিনজালের পর সারা দেশে শীতের অনুভূতি তীব্র হতে পারে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে, হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা শুধু কমছেই। বিগত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা ১৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শনিবার তাপমাত্রা আরও কমে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে তিন মাসের (নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এবারের শীত মৌসুমে দেশে আট থেকে ১০টি মৃদু (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. মল্লিক বলেন, দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয় পেছনের কয়েক বছরের গড় করে। যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বিগত ৩০ বছরের পরিসংখ্যানের গড় করা হয়েছে। তিনি দীর্ঘমেয়াদী পূর্বাভাসের চেয়ে সাম্প্রতিক পূর্বাভাস অপেক্ষাকৃত বেশি কার্যকরী বলেও মন্তব্য করেন।