সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিপারের বাড়ীতে পুলিশী তল্লাশী
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৫:৪৭:৪৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম সিপারের বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল (২৩ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গৌরীশঙ্কর গ্রামের বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গৌরীশঙ্কর গ্রামের মোহাম্মদ কমর উদ্দিনের পুত্র শাহরিয়ার আলম সিপার ২০০৯-২০১০ সাল শেসনে ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গত কয়েক বছর ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে তার বিরুদ্ধে অর্ধশতাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। প্রবাসে গিয়েও তিনি জামায়াতের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এদিকে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও হাসিনার পলায়ন হলেও বিরোধী নেতাকর্মীদের মামলা এখনো শেষ হয়নি। তাই শেখ হাসিনা আমলের দায়েরকৃত একাধক রাজনৈতিক মামলায় মামলায় আদালত শাহরিয়ার আলম সিপারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।
এ ব্যাপারে তল্লাশী অভিযানে নেতৃত্বদানকারী কুলাউড়া থানার এসআই জরিফ উদ্দিন বলেন, শাহরিয়ার আলম সিপারের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। আমরা খবর পেয়েছি তিনি দেশের বাইরে রয়েছেন। আমরা আদালতে এই রিপোর্ট দাখিল করবো।