সুনামগঞ্জে শ্বাসরোধে স্ত্রী হত্যা, স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৬:২৫:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। হত্যার পর ঘাতক স্বামী মো. সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ। রোববার ভোরে সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিবা বিবি (৩০) একই গ্রামের আছান নবীর মেয়ে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে রোববার ভোররাতে রাকিবাকে গলা চেপে শ্বাসরুদ্ধ করে স্বামী সাইদী। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চেপে রাখা হয়। সকাল সাড়ে দশটার দিকে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবাকে অচেতন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাকিবা বিবিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, খবর পেয়ে অফিসার্স ফোর্স পাঠিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অফিসার ফোর্সের সহায়তায় অভিযুক্ত মোঃ সাইদী চৌধুরী (২১) কে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবতর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।