বড়লেখায় ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৬:২৯:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের এবং শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শনিবার বাদ যোহর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের বড়লেখা উপজেলা শাখা সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বড়লেখা উপজেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে ও সেক্রেটারি উবায়দুল হক আবিদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক, এমএম আতিকুর রহমান, জেলা বায়তুলমাল ও অফিস সম্পাদক আবিদ হাসান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, ফয়ছল আলম স্বপন, মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।