বড়লেখায় ফের গ্রেফতার যুবলীগের সাবেক সম্পাদক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৬:৩৪:২২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) আবারও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরশহরের স্টেশন রোডস্থ তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলায় সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে আটক করা হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ৫ সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে আটকের পর তার ছেলে মাহি হাসান নিলয় জানিয়েছিলেন, ‘অস্ত্র উদ্ধারের কথা বলে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবাকে আটক করে নিয়ে ব্যাপক মারধর করেছে। তার বাবার বিরুদ্ধে কোন মামলা নেই। ৩ দিন কারাভোগের পর ৮ সেপ্টেম্বর তিনি জামিন পান।’
থানার ওসি আবদুল কাইয়ূম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলায় নাবেক যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।