ছাতকে ট্রাক উল্টে সিএনজি চালক নিহত
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৭:১৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয় লোকজনরা প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ছিল পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের আগে রাস্তার মধ্যখানে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়। এসময় সিএনজি অটো-রিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন আর বের হতে পারেনি। স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার বের করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘন্টা পর রাত পৌনে ১টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়েছে। অভিযোগ উঠেছে, গোবিন্দগঞ্জ পয়েন্টে সড়কের পাশের রেলের পরিত্যক্ত পাকা ঘর উচ্ছেদ না করায় এবং সড়কের উভয়পাশে রোড ডিভাইডারে কোন চিহ্ন না থাকায় এবং গোল চত্বর বড় হওয়ায় সরু রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।