মালয়েশিয়ায় ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন আহমাদুল কবির
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৮:৫৪:১০ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক জালালাবাদের মালয়েশিয়া প্রতিবেদক আহমাদুল কবির। শনিবার (৩০ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অতিথিরা তার হাতে তুলে দেন ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। সাংবাদিক আহমাদুল কবির দৈনিক জালালাবাদের মালয়েশিয়া প্রতিনিধি এবং বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার প্রেসিডেন্ট ও জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সাধারন সম্পাদক। তিনি মালয়েশিয়ায় সাংবাদিকতা পেশায় বেশ পরিচিতি লাভ করেছেন।
অনুষ্ঠানে জার্নালিজম ক্যাটাগরিতে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আরও ৭ জন সাংবাদিক পেয়েছেন অ্যাওয়ার্ড। জার্নালিজম ক্যাটাগরিতে যেসব সাংবাদিককে সম্মাননা দেয়া হয়েছে তারা হলেন, সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, বিডি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমেদ খান, দৈনিক নয়া দিগন্ত এবং মাই টিভির প্রতিনিধি আশরাফুল মামুন, দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম ও ডিবিসির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী।
ভয়েস এশিয়ান আয়োজিত অনুষ্ঠানে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, এলিট প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও চাকুরীজীবীসহ বিশিষ্টজন।