জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৯:৩৩:৫৭ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: নিরাপদ সড়ক চাই নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে জুড়ী উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন নিসচা জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, জাহিদ হাসান জমির, শাহীন আহমদ প্রমুখ।