রাজনগর বিএনপির দ্বন্দ্ব নিরসন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৫:৩৭:৩৫ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা: নেতৃত্বকে কেন্দ্র করে রাজনগর উপজেলা বিএনপির মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। ত্রিধাবিভক্ত ছিল উপজেলা বিএনপি কর্মীরা। জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত উপজেলা কমিটি চলমান থাকলেও দলের একটি বৃহৎ অংশ ছিল নিষ্ক্রিয়। নিজেদের কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেউ কারও সাথে কথাবার্তা বলতো না। ফলে দলীয় কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়ে রাজনগর উপজেলা বিএনপি। এরই মাঝে জেলা কমিটিতে আসে পরিবর্তন। সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের নতুন দায়িত্ব পান মৌলভীবাজার সদর পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। উপজেলা বিএনপির বিরোধ নিষ্পত্তির জন্য ত্রিধাবিভক্ত বিএনপিকে নিয়ে বসেন জেলা আহ্বায়ক। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনে বিদ্যমান পক্ষগুলোকে নিয়ে দীর্ঘ বৈঠকে বসেন। বৈঠকে তিনি সকলপক্ষের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাংগঠনিক দিক নির্দেশনার উপর শ্রদ্ধাশীল থেকে যথাযথভাবে তা মেনে চলার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সমঝোতা বৈঠকে দলীয় নেতৃবৃন্দের প্রতি উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন দলীয় নেতৃবৃন্দকে অতীতের দু:খ ভুলে গিয়ে নব উদ্যোমে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করে যেতে প্রতি আহবান জানান।
বৈঠকে অন্যান্যের মাঝে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক ইউপি চেয়ারম্যান জামি আহমদ, আব্দুল হাকিম সুন্দর বক্স, আব্দুল কাদির মিয়া, নুরুল ইসলাম সেলুন, এমরান লতীফ খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়া, আব্বাস আলী মাষ্টার, আশরাফুজ্জামান খান নাহাজ মোস্তফা মিয়া, এনামুল হোসেন চৌধুরী, আব্দুল মুত্তাকিন মুক্তা, জগলু তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া প্রমুখ।