মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৭:১৭:০৪ অপরাহ্ন
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৩তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন শনিবার বিকাল ২টায় শুরু হয়ে মধ্যরাতে ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে সম্পন্ন হয়েছে।
তাফসিরুল কুরআন মহাসম্মেলনে তাফসির পেশ করেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসেমী- ঢাকা, জামেয়া মাসুমিয়া মাছিমপুর সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা নজমুদ্দীন কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার- ঢাকা, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, আখালিয়া নবাবী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি শামসুল ইসলাম কাসেমী, মাছিমপুর জামে মসজিদ সিলেটের খতিব মুফতি মাসহুদুর রহমান শরফী, জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুয়ীনুল ইসলাম লামাশ্যামপুর মাদরাসা হরিপুর সিলেটের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান সহ স্থানীয় উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।
মাহফিলে বক্তারা বলেন, তাফসীরুল কুরআন মাহফিলের উদ্দেশ্য হলো সমাজে কুরআনের আদর্শ বাস্তবায়ন করা। সম্পূর্ণ কুরআনই হলো হযরত মোহাম্মদ সা. এর জীবনাদর্শ। কুরআনের আদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সাজাতে পারলেই হবে রাসূলের সঠিক অনুসরণ। বক্তারা কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনা করতে সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি