নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্যাব’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৮:০১:৪৫ অপরাহ্ন
কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির উদ্যোগে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও র্যালি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরী।
মানববন্ধন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, নাজনীন চৌধুরী, আলী আশরাফ চৌধুরী, ইনামুল করীম চৌধুরী, নওশাদ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, স্বপন কুমার তালুকদার, সুমন কান্তি দাশ, আমিন তাহমিদ, নুরুল হোসেন চৌধুরী, মর্তুজা আলী, অরুণ সরকার, দিপিকা সরকার, নাসরীন আহমদ, সাধারণ আব্দুল মালিক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ এবং খোলা সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা । সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত সিন্ডিকেটের কারণেই এবার আলুর দামের এমন অবস্থা। বিপুল পরিমাণ আলু হিমাগারে মজুদ থাকায় ও আমদানি জটিলতার কারণে এবার আলুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের। আলুর মতো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দামও। দীর্ঘদিন থেকে ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা পেঁয়াজের দাম এখনও চড়া। দীর্ঘদিন থেকে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এসব ঘটনা বারবার ঘটছে। স্মারকলিপিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি