সিলেটে অনুর্ধ্ব-১৮ ক্রিকেটের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৮:০৬:৫১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ (সিলেট বিভাগীয় পর্যায়) এর উদ্বোধন হয়েছে।
রোববার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো: নূর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর সিলেট বিভাগীয় কোচ নাজমুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ম্যানেজার রিন্টু রায়, কোচ মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও মিজু আহমদ রতন, সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ম্যানেজার ইমরান আলী এনাম, কোচ রানা মিয়া ও আল ওয়াদুদ সুইট, সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ ও সেলিম আহমদ, জাতীয় স্কোরার এইচ এই দিপু প্রমুখ। সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল বনাম হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের মধ্যকার উদ্বোধনী ম্যাচ চলমান।