পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৮:৪১:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪১ কমকর্তাকে বদলি করা হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন, বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার সেলিম হোসেন, এসএসএফের সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন, র্যাবের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, র্যাবের সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন ভূঁইয়া, র্যাবের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন, এপিবিএনের সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন।
পৃথক নয়টি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
গত ১৩ আগস্ট বাধ্যতামূলক অবসরের এ প্রক্রিয়া শুরু হয়। সেদিন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আর সর্বশেষ গত ৫ নভেম্বর একজন অতিরিক্ত পুলিশ সুপার ও ৮ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এদিকে বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযোগে ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৯ জন সহকারী পুলিশ সুপার। রোববার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চাকরিতে পুনর্বহাল এসপি মুনির: পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদিসহ চাকরি ফিরে পেলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেন। ২০২২ সালে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। তখন তিনি সিআইডিতে কর্মরত ছিলেন। দুই বছর পর চাকরিতে পুনর্বহাল করা হলো তাকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩, ঢাকার এটি মামলা নং-১০/২০২৪ (নতুন) ২৬২/২০২৩ (পুরাতন) এর ২৫ সেপ্টেম্বর তারিখের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুনির হোসেনকে ২০২২ সালের ২০ ডিসেম্বর তারিখ হতে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।