কুলাউড়া পৌরসভায় কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:৫৩:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী নগর পরিচালনা-অবকাঠামো উন্নয়ন প্রকল্প আয়োজিত ও গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় পৌরসভার সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মুন্তাজিম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম, প্রভাষক সিপার আহমেদ, নির্মাল্য মিত্র সুমন, শামীম আহমদ, হাবিবুর রহমানসহ সাবেক পৌর কাউন্সিলরবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এলজিইডির প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রশিক্ষক বিশেষজ্ঞ মো. জাফরুল কুদ্দুছ ও আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুল মান্নান। প্রশিক্ষণে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরবান গভর্নেন্স অ্যাকশন প্লান, টিএলসিসির ধারণা, গুরুত্ব এবং গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ইউএনও বলেন, নাগরিক সুবিধা পেতে হলে নাগরিকদের মধ্যে সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। অনেক সময় নাগরিক সম্পৃক্ততার অভাবে প্রকল্পের অনেক কাজে ব্যাঘাত ঘটে এবং নাগরিকরা সুবিধাবঞ্চিত হন।