সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:৫৫:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, অ্যাড. শেরেনুর আলী, আনসার উদ্দিন, ফারুক আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত ১৬ বছরে অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। তারা পদের লোভে রাজনীতি করেননা। তবে তাদের কমিটিতে মুল্যায়ন করা সময়ের দাবি। বিগত দিনে আওয়ালীগের কাছ থেকে যারা সুবিধা নিয়েছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ইতিমধ্যে তাদের অনেকেই দলের ত্যাগী নেতার বয়ান নিয়ে নেতাদের পাশে দেখা যাচ্ছে। নেতৃবৃন্দ এসব ব্যাপারে সাবধান থেকে ত্যাগীদের সঠিক জায়গায় নিয়ে আসার আহবান জানান। সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।