জগন্নাথপুরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৬:২৭:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) জয়নাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, হিন্দু ধর্মীয় নেতাদের মধ্যে ধনেশ চন্দ্র রায়, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।